অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ জুন ২০২৩

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রু’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে গুলশানে অস্ট্রেলিয়ার হাইকমিশন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির বিদেশবিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে বিএনপি তাদের অনড় অবস্থান ব্যক্ত করেছে।

কেএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।