সরকারের ভেতরে কাঁপন ধরেছে: আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘এ সরকারের আর রেহাই নেই। সরকারের ভেতরে কাঁপন ধরে গেছে, তাদের আর রক্ষা নেই।’
শনিবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’র আয়োজনে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ সব কারাবন্দির মুক্তির দাবিতে প্রতিবাদী সভায় তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, ‘তারা এখন জোর করেই ক্ষমতায় থাকতে চায়। তারা দেখছে ১৫ বছর ধরে ক্ষমতায় আছি, কেউ তো কিছু করতে পারছে না। কারও কথাই তাদের কানে পৌঁছায় না। দেশে তারা একক কর্তৃত্ববাদী অপশাসন কায়েম করতে চায়।’
তিনি বলেন, ‘সরকার লন্ডভন্ড হয়ে গেছে, এ সরকারের আর রেহাই নেই। সরকারের ভেতরে কাঁপন ধরেছে, আর রক্ষা নেই তাদের।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করতে স্পষ্ট করে বলে দিয়েছে। সরকার বলছে যুক্তরাষ্ট্রে যাবে না, তাহলে কোথায় যাবে। সরকার নির্বাচনের নতুন কৌশল খুঁজছে। এ সরকারকে পদত্যাগ করতেই হবে।’
তিনি আরও বলেন, আইনমন্ত্রী স্বীকার করে বলেছেন নির্বাচনের আগে আর কারও নামে হয়রানিমূলক মামলা হবে না। অনতিবিলম্বে যেসব মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা আছে তা প্রত্যাহার করতে হবে।’
সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা রাশেদা আক্তার হীরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের সদস্য ঈসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম