দেবিদ্বারে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৩ মার্চ ২০১৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মো. জয়নাল আবেদীন ( ৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের ছেলে বোরহান মুঠোফোনে জানান, ‘রোববার সকালে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল সোয়া ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

ওই চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বর্তমানে ওই ইউনিয়নের আশুরায় তার গ্রামের বাড়িতে রাখা হয়েছে। বিকাল ৫টায় স্থানীয় গুমুরা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ওই চেয়াারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে বিধি মোতাবেক ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। পরে সেখানে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী পদে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আ.লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী ও স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলসহ দলীয় নেতৃবৃন্দ।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।