বরিশালে ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ফেনসিডিল ব্যবসার দায়ে শহীদ বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার বিকেলে বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত শহীদ বেপারী উজিরপুর উপজেলার মোড়াকাঠী গ্রামের হাচান আলী বেপারীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ জুলাই গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শহীদ বেপারীকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মনজুর আলম বাদী হয়ে পরদিন শহীদ বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন।
গৌরনদী থানার এসআই সরোয়ার হোসেন প্রায় এক মাস পর ২৯ আগস্ট শহীদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতে ১৩ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ বেপারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
সাইফ আমীন/এআরএ/পিআর