রিজার্ভ চুরি ষড়যন্ত্রের অংশ কিনা খতিয়ে দেখার আহ্বান


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৫ মার্চ ২০১৬

রিজার্ভের টাকা চুরির বিষয়টি ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী প্রচার লীগ আয়োজিত  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, এই রিজার্ভ চুরির পর বিএনপি সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চেয়েছেন । অথচ বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাদের আন্তর্জাতিক জুয়াড়ীদের সঙ্গে সম্পর্ক আছে।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির কাউন্সিল অধিবেশননের যোগ্যাতা ও সামর্থ্য নেই উল্লেখ করে তিনি বলেন, কারণ  সেই মাঠে যে জনসমাগম প্রয়োজন  তা করানোর সামর্থ্য এই মুহূর্তে বিএনপির নেই। আমরা চাই বিএনপি হামাগুড়ি দিয়ে নয় সোজা হয়ে চলুক।  

আয়োজক সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-আয়োজক সংগঠনের নেতা কর্মীরা।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।