চরভদ্রাসনে বসতবাড়ি পুড়ে ছাই


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৫ মার্চ ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধুশিকদারের ডাঙ্গী গ্রামের জয়নাল কাজীর ছেলে শমসের কাজীর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় ফারুক সিকদার ও শমসের কাজী নামে দুই জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১ টায় হঠাৎ করে রান্না ঘরে আগুন লাগে। পরে আশপাশের টিনের ঘর গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে নগদ চল্লিশ হাজার টাকা, একটি দোচালা টিনের ঘর, তিনটি একচালা ঘর ও রবি শষ্যসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এদিকে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এস.এম. তরুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।