ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৭১ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, নতুন ৮টি সম্পাদক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার আগে গঠনতন্ত্রের পদসংখ্যা অপরিবর্তিত রেখে সহ-সভাপতির পদসংখ্যা ১০টি বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হীল বারী, ১ নং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আতেকা বিনতে হোসাইন।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

এএসবিডি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।