স্বপ্নের ইডেনে খেলতে নামলো বাংলাদেশ
ঐতিহাসিক ইডেন গার্ডেন। হোম অব ক্রিকেট নামে এক সময় পরিচিত ছিল। দর্শক ধারনক্ষমতাও ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়ে বেশি। যদিও সংস্কারের পর এখন কমে গেছে ধারণক্ষমতা। মাত্র ৬৮ হাজার। ১৯৯০ সালে শ্রীলংকার বিপক্ষে এই মাঠে একবার খেলতে নেমেছিলো আতহার আলি খানরা। সে থেকে গত ২৫টি বছর ইডেন যেন বাংলাদেশের ক্রিকেটারদের কাছে এক রূপকথার নাম।
ইডেন আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় আফ্রিদির সঙ্গে মাশরাফি বিন মর্তুজা টস করতে নামলেন, তখনই এক দফা স্বপ্ন পূরণ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যে মাঠে খেলতে যেতে পারেনি, সেই ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলতে নামলো বাংলাদেশের ক্রিকেটাররা।
বিশ্বের সব ক্রিকেটারেরই এক সময়ের স্বপ্ন থাকে ইডেনে খেলতে নামার জন্য। ১৯৯০ সালের পর গত ২৫ বছর ধরে বাংলাদেশে কয়েক প্রজন্মের ক্রিকেটার এসেছেন, খেলেছেন। বিদায়ও নিয়েছেন। কিন্তু ইডেনে খেলা স্বপ্ন পূরণ করতে পারেনি কেউ। অবশেষে সেই স্বপ্নটাই এবার পূরণ হলো বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
তবে ইডেনে খেলার স্বপ্নপূরণের চেয়েও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তান ম্যাচ। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বাংলাদেশ। টস জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ আত্মবিশ্বাসী পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে পারার ব্যাপারে। বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের বেশ ভালোভাবেই প্রমাণ করেছে টাইগাররা। তামিম-সাকিবরা ব্যাট ও বল হাতে জ্বলে উঠে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। শুরু থেকেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে মাশরাফি অ্যান্ড কোং।
আইএইচএস/এবিএস