ধর্মান্ধতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা : আমু


প্রকাশিত: ১১:০৩ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

ধর্মান্ধতার কারণে অধিকার বঞ্চিত নারীরা আজ ধর্মান্ধতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একসময় ধর্মান্ধতার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজ তারা ধর্মান্ধতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে নারীরা কাজ করে তাদের যোগ্যতা প্রমাণিত করেছে।

আমির হোসেন আমু বলেন, আর্ন্তজাতিক পর্যায়ে নারী এমপিরা সম্মান নিয়ে এসেছে। তাই আগামীতে দলে নারী সদস্যদের সর্বক্ষেত্রে প্রধান্য দেওয়া হবে।

সরকারের নানা সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে। বিনা খরচে নারীদের লেখাপড়া করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। শিক্ষিত নারীদের চাকরির নিশ্চয়তাও দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম সভাপতিত্বে সম্মেলনে সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ছাড়াও অনেকে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।