তারুণ্যের সমাবেশে মঞ্চ ভেঙে হাসপাতালে ভর্তি দুইজন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ চলাকালীন মঞ্চ ভেঙে এক নারী সাংবাদিক ও যুবদলকর্মী আহত হয়েছেন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সাংবাদিক মোছা. শিউলি আক্তার (৪৪) ও যুবদলকর্মী মো. নাঈম (২২)।
শনিবার (২২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, আহত যুবদলকর্মী নাঈমের বাম পা ভেঙে গেছে। আর সাংবাদিক শিউলি আক্তার পায়ে হালকা ব্যথা পেয়েছেন।
আরও পড়ুন>> ভিড়ে ভেঙে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যের সমাবেশ
আহতদের হাসপাতালে নিয়ে আসা হাবিব উদ্দিন জাগো নিউজকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে গেছে। আমিও সামান্য আহত হয়েছি। তবে, যুবদলকর্মী নাঈমের বাম পা ভেঙে গেছে। শিউলি আক্তার নামে এক সাংবাদিক পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালীন সময় মঞ্চ ভেঙে এক নারী সাংবাদিক ও এক যুবদলকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, যুবদলকর্মীর বাম পা ভেঙে গেছে। তাকে ভর্তি দেওয়া হবে। এছাড়া ওই নারী সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
কেএজেডআইএ/এমএএইচ/এমএস