কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বনাঞ্চলের গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের নারী চালক ফাহমিদা আহমেদ (৩২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নিহত ওই নারী চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকার নুর আহমেদ’র স্ত্রী বলে জানিয়েছেন পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি মো.আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই নারী কার চালিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে চকরিয়ার মালুমঘাট বনবিট অফিসের কাছে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বনাঞ্চলের ভেতর ঢুকে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে নিহত ওই নারীর মরদেহ ও গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর ব্যাগে ইসলামী ব্যাংকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
অপরদিকে, রামুতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রামুর বাইপাসস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটানাটি ঘটে। নিহতের নাম শাহ জাহান (১১)। সে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া আমতলিয়া পাড়া এলাকার নুর আহাম্মদের ছেলে।
সূত্র জানায়, কক্সবাজারগামী বেপরোয়া গতির একটি পিকআপ রাস্তায় বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে গেলে রাস্তার পার্শ্বে থাকা শিশুটিকে ধাক্কা দেয়। এসময় ঘটানাস্থলে শিশুটি প্রাণ হারায়।
দুর্ঘটনা কবলিত গাড়ির মালিক কলঘর এলাকার কাউছার আলম। স্থানীয় লোকজন পিকআপটিকে আটক করলেও পরবর্তীতে গাড়ির মালিকের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সায়ীদ আলমগীর/বিএ