এলপিজির দাম বৃদ্ধি জনগণের সঙ্গে তামাশা: মাওলানা ইউনুছ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি এ দাম বৃদ্ধিকে জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, যখন দাম কমানো হয়, তখন তা কখন থেকে কার্যকর হবে বলা হয় না। কিন্তু দাম বাড়ানো হলে বলা হয়, ওইদিন থেকেই কার্যকর হবে। এভাবে জনগণকে নাচের পুতুল করা হচ্ছে। এলপি গ্যাসের দাম কমানোর পর মাস না যেতেই আবারও তা বাড়ানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব আরও বলেন, বর্তমান সরকারের আমলে যে কোনো পণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হচ্ছে। যখন যা মনে চায়, তাই করা হচ্ছে। জনগণের মতামতের কোনো মূল্য নেই।
আরও পড়ুন: একলাফে ১৪১ টাকা বাড়লো এলপিজির দাম
এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও কমাতে হবে। এমনিতেই জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তার ওপর এলপি গ্যাসের বর্ধিত মূল্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে।
টানা কয়েক দফা কমার পর বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়েছে, যা এতদিন ছিল ৯৯৯ টাকা। এছাড়া বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। গতকাল বুধবার থেকে ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হয়েছে।
এসএম/এমকেআর/জিকেএস