বোয়ালখালিতে মূর্তি ভাঙচুরের অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকপুরা মন্দিরে শিব ও কালি মূর্তি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শনিবার ছয় জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন উপজেলার মধ্যম শাকপুরা সার্বজনীন শিব ও দক্ষিণশ্বর কালী মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী।
অভিযোগ দায়েরের পর বিপ্লব চৌধুরী জানান, মন্দিরের পাশ্ববর্তী স্থানীয় কালিপদ চৌধুরী ও তার লোকজনের সঙ্গে মন্দিরের জায়গা নিয়ে বিরোধ চলছিল। গত ৬ মার্চ শিব চর্তুদশী পূজার দিন তারা বাধা দিলেও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পূজা সম্পন্ন করা হয়। শুক্রবার কমিটির লোকজন মন্দিরে গেলে মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পায়। তবে কে বা কার এই মূর্তিগুলো ভাঙচুর করেছে তাদের সম্পের্কে কিছু বলতে পারেননি তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, মন্দিরে রাতের আধাঁরে মুর্তি ভাঙচুরে অভিযোগে মামলা হয়েছে এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জীবন মুছা/এসকেডি/আরআইপি