পাঁচদিনের সফরে নেপালে ব্রিটিশ প্রিন্স
গত বছরের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করতে পাঁচদিনের সফরে কাঠমাণ্ডুতে পৌঁছেছেন ব্রিটিশ প্রিন্স হ্যারি। শনিবার কাঠমাণ্ডু বিমানবন্দরে ব্রিটিশ প্রিন্সকে নেপালের সরকারি কর্মকর্তারা স্বাগত জানান।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রিন্স হ্যারি পাঁচদিনের সফরে নেপালে পৌঁছেছেন। সফরে গত বছরের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এছাড়া ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে ব্যাপক সহায়তা করায় গুরখা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
পাঁচদিনের এ সফরে তিনি নেপালের প্রধানমন্ত্রী কে.পি শর্মা অলি ও দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা ভাদুরীর সঙ্গেও সাক্ষাত করবেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, নির্ধারিত সফরে প্রিন্স হ্যারি আজ নেপালে অবতরণ করেছেন। তার এ সফরে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।
গত এপ্রিলে নেপালের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেয়। সেসময় দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
এসআইএস/এবিএস