চট্টগ্রামে টেম্পু ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি
চট্টগ্রাম মহানগরীতে হঠাৎ করে টেম্পু ধর্মঘট চলছে। এতে করে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একজন পরিবহন শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই শহরে টেম্পু ধর্মঘটের কারণে নাগরিক দুর্ভোগ বেড়ে যায়।
রোববার সকাল থেকে নগরীর চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ, বারিক বিল্ডিং এলাকায় দেখা গেছে, টেম্পু চলাচলে বাধা এবং চলন্ত টেম্পু থামিয়ে মাঝপথে যাত্রীদের নেমে যেতে বাধ্য করতে পরিবহন শ্রমিক পরিচয়ধারী কিছু নেতা। এতে টেম্পু চালকরাও প্রতিবাদ করতে থাকেন।
মাঝপথে টেম্পু থেকে নামিয়ে দেয়ায় কর্মমুখী সাধারণ মানুষ এবং স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা বেকায়দায় পড়ে যায়। এনিয়ে যাত্রীদের সাথে টেম্পু চালকদের তর্কবির্তক এবং কোথাও কোথাও হাতাহাতির ঘটনার খবর পাওয়া গেছে।
দেওয়ান হাট এলাকায় টেম্পু চলাচলে বাধাদানকারী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা পরিচয়দানকারী মোহাম্মদ হারুণ জানায়, গতকাল রাতে (শনিবার) ফেডারেশনের সহ-সম্পাদক নজরুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং চার চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার দাবীতে টেম্পু চালকরা নিজ উদ্যোগেই আজ ধর্মঘট পালন করছে। কিছু চালক তা না মেনে গাড়ি রাস্তায় বের করেছে। তাদের বাধা দেয়া হচ্ছে বলে জানান এ নেতা।
লালখান বাজার এলাকায় টেম্পু থেকে নামিয়ে দেয়া মহিলা যাত্রী রোকেয়া বেগম জানান, আমি ব্যাংকে চাকরি করি। আজ এমনিতে দেরি হয়ে গেছে তার উপর মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। এখন কিভাবে অফিসে যাবো বুঝতে পারছি না। বাসেতো ওঠাই যায় না।
এদিকে পরিবহন শ্রমিক নেতা নজরুলের উপর হামলার প্রতিবাদে বিকেলে নগরীর দেওয়ানহাট এলাকায় সমাবেশ ডেকেছে শ্রমিকরা। তারা বলেছে হামলাকারীদের গ্রেফতার না করলে এবং চার চাকার যান চলাচল বন্ধ না করলে সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি আসবে।
জীবন মুছা/এসএইচএস/আরআইপি