ফটিকছড়িতে ভাই-বোনকে অপহরণ, মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ পিএম, ২০ মার্চ ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ভারতে পাচারের জন্য দুই-ভাই বোনকে অপহরণ করা হয়েছে। শনিবার উপজেলা পাইন্দং ইউনিয়ন থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ ব্যাপারে রোববার সকালে অপহৃতের পিতা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

অপহৃতের পরিবার সূত্র জানায়, পাইন্দং ২নং ওয়ার্ডের বাসিন্ধা মো. হারুনের ছেলে মো. পারভেজ (২১) ও মেয়ে রিপা আকতার (১১) শনিবার স্কুলে যেতে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

রিপা স্থানীয় সবুজবাগ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। পারভেজ মানসিক ভারসাম্যহীন। তাদের বাবা মো. হারুন ক্ষুদ্র চা দোকান করে সংসার চালায়। শনিবার থেকে তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন দিকে খুঁজতে থাকেন তারা।

এরই মধ্যে তাদের পরিবারের মুঠোফোনে অজ্ঞাত ফোন থেকে তাদের ছেড়ে দিতে মুক্তিপণ চাওয়া হয়। তবে কত টাকা মুক্তিপন দাবি করা হয়েছে সে বিষয়ে পুলিশ বা অপহৃতের পরিবার কিছুই জানাইনি।

পরিবারের দাবি, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির কথোপকথনে বোঝা যায় তিনি স্থানীয় দাদা ব্রিক ফিল্ডের শ্রমিক মো. হাবিবুল (৩৫)। নানান সখ্যতায় হাবিবুল তাদের কৌশলে ভারতে পাচারের জন্য যশোরের বেনাপোল সীমান্তে নিয়ে যায়। শনিবার থেকে হাবিবুলকেও ব্রিক ফিল্ডে দেখা যাচ্ছে না। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

অপর একটি সূত্র জানায়, পারভেজ ও রিপাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তাদের কথাবার্তা সন্দেহ হলে বেনাপোল স্থলবন্দর থানা পুলিশ তাদের আটক করে। তবে অপহরণের মুলহোতা হাবিবুল কোথায় আছে তা জানা যায়নি।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, পারভেজ ও রিপার বাবা হারুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আমরা উপ-পরিদর্শক মো. ইখতেয়ারের নেতৃত্বে একটি টিম পাঠিয়ে দিয়েছি। ভিকটিমের খোঁজ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জীবন মুছা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।