নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান ও আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী আ. মোমেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আব্দুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সোমবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের অদক্ষ ও দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির মুক্তি দাবি জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে স্থানীয় জনসাধারণ একাত্মতা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ শনিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জালিয়াতির প্রতিবাদ করার সময় সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আ. মোমেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামালউদ্দিন খন্দকারের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষের জের ধরে গতকাল বিকেলে রায়পুরা পুলিশ চেয়ারম্যান হাজী আ. মোমেনকে গ্রেফতার করে।
সঞ্জিত সাহা/এফএ/পিআর