‘ভুয়া’ চেকের বিষয়ে ফখরুল

সরকার একটা নোংরা সমাজ তৈরি করে ফেলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে।’

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি । এ সময় অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

আরও পড়ুন>> চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরলেন ফখরুল

এসময় প্রধানমন্ত্রীর অনুদানের চেকের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব বলেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে। আমরা যারা রাজনীতি করি, তারা দেশের বাইরে যেতেও বিমানবন্দরে হয়রানির শিকার হই, আসতে হই।

এর আগে গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরে তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরও দুই শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এ তিন নেতার একসঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করে।

কেএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।