লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২২ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী শাহাজান মিয়া বেপারী ওরফে খোকনকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের শাহাজান মিয়া যৌতুকের দাবিতে ২০১২ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী আমেনা খাতুন ডলিকে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এসময় তার বিরুদ্ধে ৫ লাখ টাকার জরিমানার আদেশও দেয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. আইয়ুব আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।