কক্সবাজারে আ.লীগ ৭, বিএনপি ৩, অন্যান্য ৬
কক্সবাজারে প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার ১৬ ইউপিতে নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েছেন ৭ জন। ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন ৩ জন। আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে লড়ে জয় পেয়েছেন ৩ জন ও স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ৩ জন প্রার্থী। আরও খবর : কুমিল্লায় ১০টিতে আ.লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র
মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
মহেশখালীর ৬টি ইউনিয়নের মাঝে ছোট মহেশখালীতে আওয়ামী লীগ প্রাথী জিহাদ বিন আলী ৬ হাজার ৮৮২ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আবদু সামাদ পেয়েছেন ৩ হাজার ১৯৮ ভোট। খবর : রাঙ্গুনিয়ায় আ.লীগের আজগর নির্বাচিত
কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন খোকন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মওলানা শফি পেয়েছেন ২ হাজার ভোট।
মাতারবাড়ী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার মোহাম্মদ উল্লাহ। তিনি পেয়েছেন ৮ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাছির উদ্দিন বাবর ৬ হাজার ৩৭০ ভোট।
বড় মহেশখালী স্বতন্ত্রপ্রার্থী এনায়েত উল্লাহ বাবুল (চশমা) এগিয়ে রয়েছেন। হোয়ানক ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। ধলঘাটায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান। খবর : চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত
কুতুদিয়ার ৬ ইউনিয়নের মধ্যে দক্ষিণ ধুরুং ইউনিয়নে বিএনপির প্রার্থী ছৈয়দ আহমদ ৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ পেয়েছেন ৩ হাজার ১০২ ভোট।
লেমশীখালী ইউনিয়নে বিএনপি প্রার্থী আকতার হোসাইন ৫ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের ছৈয়দ আহমদ কুতুবী পেয়েছেন ২ হাজার ৩৯৬ ভোট।
উত্তর ধুরং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইয়াহিয়া পেয়েছেন ২ হাজার ৬৩০ ভোট।
আলী আকবর ডেইল ইউনিয়নে আওয়ামী লীগের নুরুচ্ছফা বিকম, বড়ঘোপ ইউনিয়নে আওয়ামী লীগের অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়নে বিএনপির হাম জালাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টেকনাফ উপজেলার ৪ ইউনিয়নের বাহারছড়ায় ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মৌলভী আজিজ
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেন্টমার্টিনে এক হাজার ৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর আহমদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৭৪৫ ভোট। সাবরাংয়ে চেয়ারম্যান নির্বাচিত হযেছেন আওয়ামী লীগের বিদ্রোহী নূর হোসেন। আরও খবর : লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নেই আ.লীগ জয়ী
টেকনাফ সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ছেলে স্বতন্ত্র প্রার্থী শাহজান মিয়া নির্বাচিত হয়েছেন। এ ৪ ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৭৭৭ জন।
অপরদিকে, একইদিন টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচন পিছিয়ে আগামী ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কিছু কিছু ইউনিয়নে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সায়ীদ আলমগীর/ এমএএস/এবিএস