নোয়াখালীতে আ.লীগ ১১, অন্যান্য ৪
নোয়াখালীর ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ১১, বিদ্রোহী ২ এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসাররা এসব ইউনিয়নে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন। আরও খবর পড়তে ক্লিক করুন : চট্টগ্রাম বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত * রাঙ্গুনিয়ায় আ.লীগের আজগর নির্বাচিত
নির্বাচিতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরআমানুল্লাহ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক বেলায়েত হোসেন। চরওয়াপদা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মনির আহমেদ। চরজব্বার ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী তরিক মাস্টার। চরজুবলী ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ। চরবাটা ইউনিয়নে আওয়ামী লীগের মোজাম্মেল হক মোজাম। মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল হক। পূর্বচরবাটা ইউনিয়নে আওয়ামী লীগ আবুল বাশার। চরক্লার্ক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার। আরও খবর পড়তে ক্লিক করুন : কক্সবাজারে আ.লীগ ৭, বিএনপি ৩, অন্যান্য ৬ * কুমিল্লায় ১০টিতে আ.লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র
হাতিয়ার চরইশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম আজাদ। চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের মহি উদ্দিন আহমেদ।
জাহাজমারা ইউনিয়নে আ.লীগের (বিদ্রোহী) মাছুম বিল্লাহ, তমরদ্দি ইউনিয়নে আ.লীগের (বিদ্রোহী) ফররুখ আহম্মদ, নিঝুমদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগে মেহেরাজ উদ্দিন, বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগ জিয়া আলী মোবারক কল্লোল ও সোনাদিয়া
ইউনিয়নে আওয়ামী লীগ নুর ইসলাম নির্বাচিত হয়েছেন। আরও খবর পড়তে ক্লিক করুন : লক্ষ্মীপুরে ৬টি ইউনিয়নেই আ.লীগ জয়ী * ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ১১, বিদ্রোহী ২
মিজান/ এমএএস/এবিএস