ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের কমিটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে ঢাকা মহানগর মৎস্যজীবী দলের নেতাকর্মীদের সংঘাতের দায়ে দুই কমিটি বাতিল করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংক্রান্ত একটি চিঠি মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব এবং সদস্য সচিব আব্দুর রহিমের কাছে পাঠিয়েছেন।

কমিটি বাতিলের বিষয়টি রফিকুল ইসলাম মাহাতাব জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গত ১ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বেশ কিছু নেতাকর্মীর সংঘাত সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। দলীয় ভাবমূর্তি তোয়াক্কা না করে হামলার সঙ্গে জড়িত নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল এহেন কর্মকাণ্ড গুরুতর সংগঠনবিরোধী কার্যকলাপ ও ভয়ানক ও অসদচরণ।

এতে আরও বলা হয়, এর সঙ্গে কারা জড়িত তা সরেজমিন তদন্তের জন্য যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে দায়িত্ব দেওয়া হয়। তার তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের কমিটি বাতিল করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের আগপর্যন্ত এই দুই শাখার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।