সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে ১২ দল
সরকারের পদত্যাগের দাবিতে চলমান একদফা আন্দোলনের কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ১২ দলীয় জোট।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাসভবনে এ বৈঠক হবে।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও একদফার আন্দোলন সফল করার বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
কেএইচ/জেডএইচ/এএসএম