আর ঘরে বসে থাকার সময় নেই: ফখরুল
রাজপথে নেমে সব শক্তি দিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর ঘরে বসে থাকার সময় নেই। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, রাষ্ট্র এখন যন্ত্রণা ও অত্যাচার-নিপীড়নের কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ। বিচারকরা নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করেছেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন পূরণ হয়নি, বরং ঘোরতর অন্ধকারে দেশ। সবাই মিলে এক জোট হয়ে লড়াই না করলে কীভাবে বের হবো জানি না। ৩০ বছর পর ঈশ্বরদীতে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ১৫ জনকে যাবজ্জীবন দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে অবিচার করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আজ জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি বিপন্ন। জাতীয় ঐক্য দরকার। গণমাধ্যমকে এককভাবে রক্ষা করে লাভ হবে না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে।
কেএইচ/জেডএইচ/এএসএম