কামলা নয়, সমাবেশে কর্মী নিয়ে আসবেন: মির্জা আজম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীতে ঘোষিত টানা আটদিনের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে জরুরি বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে নানা দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বর্ধিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা, ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিট কমিটির কথা উল্লেখ করে মির্জা আজম বলেন, ইউনিট, ওয়ার্ড কমিটি নেই, সবাই নেতা হতে আসেন। তাই নিজের পরিচয় দিতে চান। কিছু কিছু নেতাকর্মীরা মিটিং মিছিল ব্যানার নিয়ে আসেন। সমাবেশে ব্যানার ও প্লেকার্ড হাতে নিয়ে এসে চেহারাটা দেখিয়ে আবার উল্টা বাড়ি ফিরে যায়। সমাবেশ শুরু হওয়ার আগেই নিজের পছন্দের যে নেতা আছে তার ছবি দিয়ে ব্যানার করে তাকে দেখিয়ে চলে যান।

তিনি বলেন, সমাবেশে মিছিল করে যে ব্যানার নিয়ে আসেন বারবার বলার পরও সে ব্যানার নামানো হয় না, এটা দৃষ্টিকটু। যারা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার করে মিছিল নিয়ে সমাবেশে আসেন বলার সঙ্গে সঙ্গে ব্যানার নামাতে হবে।

মির্জা আজম বলেন, যেসব নেতাকর্মী ব্যানারে বড় করে নিজের ছবি নিয়ে আসেন, কিন্তু এ ব্যানার যারা ধরে রাখেন তিনি নিজেই জানে না এটা কার ব্যানার ধরে রেখেছেন, কে তার নেতা। তাই বারবার বলার পরও তিনি ব্যানার ধরে রেখেন, ব্যানার নামান না। কারণ তিনি নিজেই জানেন না এ ব্যানার কার, মাইকে কোন নেতার নাম বলা হচ্ছে। যিনি ব্যানার ধরে রাখেন তাকে হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে। তিনি নেতার নাম জানেন না। তিনি হলেন কামলা। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন কিছু টাকার বিনিময়ে। এ (কামলা) ধরনের কোন লোককে সমাবেশে আনবেন না। কামালদের মিটিংয়ে ও সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন।

মির্জ আজম বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি আছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা সফল করতে হবে। যেসব নেতাকর্মী মিটিংয়ে আসবে, তাদের প্রত্যেকে মিটিং শেষ না হওয়া পর্যন্ত মিটিংয়ে থাকতে হবে।

এসময় তিনি মিটিংয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক টিম ও গঠন করার আহ্বান জানান।

এসইউজে/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।