বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় অপশক্তি: নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

দেশি-বিদেশি অপশক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি অপশক্তি নীল-নকশা বিছিয়েছে। এসব অপশক্তি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এজন্য ২০১৪ সাল ও নিকট অতীতের মতো এখনো রাজপথে জ্বালাও-পোড়াও, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে। দেশবিরোধী এ সহিংসতার বিরুদ্ধে আমাদের এখন থেকে তৈরি হতে হবে।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ: সালাম

তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্রের নাশকতা ও হিংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবিলা করতে হবে। এজন্য নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের সব স্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ স্কোয়াড গড়ে তোলা হবে। এই স্কোয়াড নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে জীবন বাজি রাখবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, তাঁতী লীগের নুরুল আলম মানিক প্রমুখ।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।