কারাবন্দি নেতাদের মুক্তি দাবি

২৮ অক্টোবর ওলামা-মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

কারাবন্দি আলেমদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসায় (বাবুনগর মাদরাসায়) অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। এসময় কারাবন্দি আলেমদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সম্মেলনের ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান। এছাড়াও দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে সব জেলায় শানে রেসালত সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ অক্টোবর ওলামা-মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

এসময় উপস্থিত ছিলেন- আল্লামা মুফতি খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী।

আরও উপস্থিত ছিলেন- মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা ফুরকানুল্লাহ, মাওলানা খোবাইব, মুফতি হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতী মাসঊদুল করীম, মুফতি কেফায়েতুল্লাহ আজহারি, অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা জাকারিয়া নোমান, মুফতি কামরুজ্জামান প্রমুখ।

ইকবাল হোসেন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।