এবার ঝড়ের গতিতে আন্দোলন হবে: মির্জা আব্বাস
আগামী দিনে সরকারের পতনের আন্দোলন ঝড়ের গতিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, আন্দোলনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেগুলো আমরা সফল করবো। আগামী দিনে আন্দোলনকে প্রচণ্ড গতিতে এগিয়ে নিয়ে যাবো। ঝড়ের গতিতে হবে আন্দোলন। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মির্জা আব্বাস বলেন, সরকার আজকে পুলিশ, আদালত, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। এটা কোনো সরকার নয়। এটা তাদের রাজত্ব। যা খুশি তাই করছে। এই রাজত্ব বন্ধ করতে হবে। যার যার অধিকার বুঝিয়ে দিতে হবে। আমার ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, কেউ আমাদের কিছু দেবে না, আমাদের অর্জন করতে হবে। ভোটের অধিকার অর্জন করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষকে মুক্ত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকের এই সংগ্রাম বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানের নয়, এই সংগ্রাম সাধারণ মানুষের। আজকে দেশের মানুষ খেতে পায় না, আর প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়ান। আজকে তারা বিদেশিদের হাত-পা ধরেন, কোনোভাবে ক্ষমতায় থাকতে পারেন কি না।
কেএইচ/জেডএইচ/