যাত্রাবাড়ীতে বিএনপির সমাবেশ শুরু

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবিতে প্রবেশমুখে যাত্রাবাড়ী মোড়ে সমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
এমএএইচ/জিকেএস