আব্দুল্লাহপুরে চলছে বিএনপির সমাবেশ
সরকার পতনে একদফা দাবিতে রাজধানীর আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটর পাশে সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য পলওয়েল মার্কেটের পাশে ট্রাকের ওপর একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে হচ্ছে এ সমাবেশ। সমাবেশের ব্যানারে লেখা হয়েছে, ‘অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং যুগপৎ ধারার একদফা দাবিতে সমাবেশ।’
এর আগে সমাবেশে অংশ নিতে দুপুর ১টা থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, বিভিন্ন রঙের ক্যাপ এবং ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল্লাহপুরে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এরমধ্যে বৃষ্টিতে ভিজে অনেক নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে দেন।
এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেট সংলগ্ন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএইচ/জেডএইচ/জিকেএস