সরকারের আয়ু আর ৩০ দিন: ফরহাদ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন বলে দাবি করেছেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেছেন, বিরোধী দলগুলোর চলমান জনসম্পৃক্ত যুগপৎ আন্দোলনে আগামী ৩০ দিনের মধ্যে এ সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আর একবার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা আমেরিকায় গিয়ে ধরনা দিচ্ছেন। তবে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তারা আগামীতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সুতরাং সরকারের পতন সন্নিকটে।
তিনি সরকারকে অবিলম্বে এক দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ সরকারকে দাবি মানতে বাধ্য করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে ড. ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। নইলে বেগম জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে।
তিনি খালেদা জিয়ার পাশাপাশি কারাবন্দি আলেম-ওলামাসহ গণতন্ত্রকামী সবার মুক্তি দাবি করেন।
এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক আ ফ ম ইউসুফ প্রমুখ।
কেএইচ/এমএইচআর/জিকেএস