মির্জা আব্বাস

ক্ষমতায় টিকে থাকতে ‘পোড়ামাটির নীতি’ অবলম্বন করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্যপণ্যের দাম শুধু বেড়েছে। আর দাম কমেছে মানুষের জীবনের।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, এই লুটেরা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। গুম-খুন-গ্রেফতার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ‘পোড়ামাটির নীতি’ অবলম্বন করছে। কাটছেরা সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

এসময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। গুলি করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থামানো যাবে না।

আরএ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।