খালেদা জিয়ার মুক্তি-বিদেশে চিকিৎসার দাবিতে আইনজীবীদের পদযাত্রা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে রাজপথে পদযাত্রা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
রোববার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিএনপি, জামায়াত ও অন্যান্য আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
দুপুর ১টার পর বিএনপি সমর্থক ও সরকারবিরোধী কয়েশ আইনজীবীর অংশগ্রহণে পদযাত্রা শুরু হয়।
ইউএলএফের কেন্দ্রীয় কনভেনার ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং সংগঠনটির সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউএলএফের কো-কনভেনার, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ইউএলএফের প্রধান সমন্বয়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, ইউএলএফের অন্যতম নেতা জগলুল হায়দার আফ্রিক, কেএম জাবির, সংগঠনটির সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল, ফ্রন্টের সমন্বয়ক ও সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মহসিন মিয়া, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।
এফএইচ/এমএইচআর/জিকেএস