ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন> মঞ্চ ভাঙচুর/ বিএনপির আমিন বাজারের সমাবেশ স্থগিত
এর আগে দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন> আহমেদ আজম/ সরকারের পতন ঘটিয়ে বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসা করা হবে
তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সমাবেশ কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
আরএ/কেএইচ/এসএনআর/এমআইএইচএস/এএসএম