খালেদা জিয়ার মুক্তি দাবি মোস্তফা জামালের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অথচ সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির (জাফর) কার্যালয়ে দলের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর বিজয়নগরে ১২ দলীয় জোটের মহাসমাবেশ সফল করতে এ যৌথসভা করে দলটি।
মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মন্তব্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে বিস্ময় ও কৌতুক সৃষ্টি করে চলেছে। তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, শরীফ মিয়া, কেন্দ্রীয় নেতা এএসএম শামীম, কাজী মোহাম্মদ নজরুল, গোলাম মোস্তফা, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কাজী ফয়েজ, সদস্য সচিব মেহেদী হাসান, জাতীয় যুবসংহতির আহ্বায়ক নিজাম উদ্দীন সরকার প্রমুখ।
সভায় নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কঠোর নিন্দা জানানো হয়। এসময় নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সিন্ডিকেট দমনের দাবি জানানো হয়।
কেএইচ/কেএসআর