শেষ প্রহরের শুটিংয়ে মৌসুমি-পিয়া


প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৪ মার্চ ২০১৬

ভারত ও বাংলাদেশের ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবন যাপনের টানাপোড়েন নিয়ে ‘শেষ প্রহর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করছেন এইচ আর হাবিব। ছবির প্রধান তিনটি চরিত্রে দেখা যাবে জান্নাতুল মৌসুমি হামিদ, পিয়া জান্নাতুল, ফেরদৌস, শিমুল খানকে।

বর্তমানে ছবিটির চিত্রায়ন চলছে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার একটি নিভৃত পল্লীতে। সেখানে সন্ধ্যা থেকে শুরু করে রাতের শেষ প্রহর পর্যন্ত চলছে ছবিটির নির্মাণ কাজ। এমনটাই জানালেন লাক্স তারকা খ্যাত চিত্রনায়িকা মৌসুমি হামিদ।

সেখান থেকে ছবিটি প্রসঙ্গে মৌসুমি ছবিটি প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, ‘এই ছবিটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে।’

মৌসুমি আরো বলেন, ‘আমি সবসময় চাই গল্প নির্ভর চলচ্চিত্রে কাজ করতে। শেষ প্রহর ছবির গল্প শুনেই কাজ করতে রাজি হয়েছিলাম। কারণ ছবির গল্পটি একেবারেরই আলাদা। আশা করি দর্শকরা ছবিটি থেকে ভিন্ন রকম কিছু দেখতে পাবেন।’

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে পিয়া বলেন, ‘ছবিটিতে আমাকে বিধবা চরিত্রে দেখা যাবে। আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ।’

পিয়া আরো বলেন, ‘এর আগে ছবির শুটিংয়ের জন্য আমরা পুরো টিম পঞ্চগড়ে শুটিং করেছি। এ যাত্রায় রাজবাড়িতে শুটিং করছি। এখন পর্যন্ত ছবির পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে। খুব শিগগির আমরা ঢাকা ফিরবো।’

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।