সিরিয়ার শরণার্থীদের পাশে জোলি
বিশ্বমানবতার ডাকে সব সময় সাড়া দিয়ে মানুষের পাশে থাকেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এজনই তাকে সম্মান দিয়ে সবাই সেলিব্রেটিদের সেলিব্রেটি বলে থাকেন।
মানবকল্যানে তার ভূমিকা গোটা মিডিয়ামুল্লকে প্রশংসা কুড়িয়েছে। কখনো পথশিশুদের সাথে কখনো বা দুর্ভিক্ষ পিড়ীত অঞ্চলে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন এই হলিউড গ্ল্যামার গার্ল। পথ শিশুদের নিরাপদ আশ্রয় দিতে নিজে দত্তক নিয়েছেন পাঁচ সন্তান। এবার অ্যাঞ্জেলিনা জোলি দাঁড়ালেন সিরিয়ান শরনার্থীদের পাশে।
সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে লেবানন ও গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এই সল্ট তারকা। পিপলস ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, চলমান অবস্থা বিশ্ব মানবতার জন্যে হুমকি স্বরুপ। সন্ত্রাসবাদের ফলে আফগানিস্তান, দারফুর, সোমালিয়া এবং সিরিয়ার মানুষগুলো আজ গৃহহীন। তাদের আশ্রয় দেয়ার জন্যে ইউরোপীয় দেশগুলো এগিয়ে না আসলে মানব বিপর্যয়ের সম্মুখিন হবে বিশ্ব।
আরএএইচ/এলএ/আরআইপি