শেখ হাসিনার ৭৭তম জন্মদিন: দোয়া ও মিলাদ করবে আওয়ামী লীগ
ঈদে মিলাদুন্নবী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
এতে বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর বাদ আসর, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেবেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধানমন্ত্রী। অধিবেশনে যোগদান শেষে বর্তমানে তিনি অবস্থান করছেন ওয়াশিংটনে। জন্মদিনে তিনি সেখানেই অবস্থান করবেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিদেশি সহায়তা প্রয়োজন: মেয়র আতিক
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অঙ্কন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ‘আগামীর অনুপ্রেরণা’ শীর্ষক এ প্রতিকৃতি অঙ্কনের আয়োজন করেছে ডিএনসিসি। ছবিগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ দিন নগর ভবনের ৬ তলায় প্রদর্শন করা হবে।
এসইউজে/এমএইচআর/এএসএম