সন্ত্রাস করলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বিএনপিকে মায়া

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আবারও যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন, আগুন সন্ত্রাস করেন- বাংলাদেশে আপনাদের থাকতে দেওয়া হবে না। এ কথা আজ পরিষ্কার বলতে চাই।’
তিনি বলেন, ‘খালি বলেন রোজার পর খতম, ঈদের পর খতম। পূজার পর আওয়ামী লীগ শেষ, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার হবে। কোনো কিছুতে কাজ হয়নি। ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগের মতো বটগাছ হটাতে পারবেন না।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন>>> আমেরিকা নিষেধাজ্ঞা দেয় আর ভয় দেখায় বিএনপি: কাদের
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘তারা (বিএনপি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে। ৭২ ঘণ্টা হয়ে গেলো তাদের কোনো খবর নেই। পরে আবার বলেছে জেল ভেঙে নাকি খালেদা জিয়াকে বের করবেন। আগে আসেন না জেলখানার কাছে। মুরোদ থাকলে আসেন, সেদিনই আওয়ামী লীগ প্রমাণ করে দেবে কী করতে পারে। ফাঁকা আওয়াজ দিয়েন না। আমরা আপনাদের গত ১৫ বছর দেখছি, এর আগেও দেখছি।’
তিনি বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সংবিধান মোতাবেক শেখ হাসিনার অধীনেই হবে। কেউ ঠেকাতে পারবেন না। গ্রামগঞ্জে নির্বাচনের ডামাডোল বেজে গেছে। খালি মিছিল আর মিছিল গ্রামে গ্রামে। খালি জিগায় নির্বাচন কখন হবে? আর আপনারা নির্বাচন ভন্ডুল করতে চান! সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। ভালো হয়ে যান। আবারও যদি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন, আগুন সন্ত্রাস করেন- বাংলাদেশে আপনাদের থাকতে দেওয়া হবে না। এ কথা আজ পরিষ্কার বলতে চাই।’
আরও পড়ুন>>> আওয়ামী লীগ জানে কীভাবে সফল নির্বাচন করতে হয়: নাছিম
নেতাকর্মীদের মায়া বলেন, ‘এই তিন মাস আমাদের অগ্নিপরীক্ষা। ওরা আগুন সন্ত্রাস করবে, নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার হটাতে চাইবে। আমাদের সজাগ থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে, তাদের মোকাবিলা করার জন্য। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
এসইউজে/কেএসআর/জিকেএস