বিদেশেও স্যাংশন আছে, কোথায় পালাবেন: গয়েশ্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তরাঁয় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা অনেক খেলেছেন। এবার ধরা খেয়েছেন। এক ফুলের দুই মালি। একদিকে পশ্চিমা, আরেকদিকে ভারত। ভারত প্রীতির কারণে হারাতে হবে পশ্চিমাদের, আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে। খুব বেশিই বিপদে পড়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করলেও সরকার তা শুনছে না বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, চিকিৎসক বারবার বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। উনাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না। মূলত নিম্নমধ্যবিত্তরা আওয়ামী লীগ করে। যার কারণে তাদের ক্ষুধা বেশি। এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল।
তিনি আরও বলেন, শুনলাম কিছু ব্যবসায়ী আমোদ-ফুর্তি ও কেনাকাটার জন্য আমেরিকা সফরকারীদের টাকা দিয়েছেন। কেনার জন্য না কি তারা কিছু পাননি।
যুক্তরাষ্ট্র কাউকে ক্ষমতায় বসাবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে দেশের দুর্নীতি, গণতন্ত্রহীনতা, ভোট চুরির কারণে আমেরিকা জনগণের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না। তারা চায়, তাদের মতো যেন সবাই অধিকার ফিরে পায়। ক্ষমতায় আসার জন্য আমাদেরই কাজ করতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জিয়া মঞ্চের আব্দুল হামিদ, আনিসুর রহমান, আব্দুল আলীম, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা প্রমুখ।
কেএইচ/জেডএইচ/জেআইএম