টস জিতে ব্যাট করছে বাংলাদেশের নারীরা


প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৪ মার্চ ২০১৬

প্রথম তিন ম্যাচে ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় ঘটেছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের। তবুও নিয়মরক্ষার লড়াইয়ে আজ জাহানারা আলমদের শেষ প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটা রঙিন করেই বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশের নারীরা। পারবে কী। আপাতত সে প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকঘণ্টা। তার আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।   

বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম বলেছিলেন, তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এই পাকিস্তানই। দিল্লিতে সেই কঠিন প্রতিপক্ষেরই মুখোমুখি হয়েছে আজ বাংলাদেশ। ভারতের কাছে ৭২, ইংলিশদের সঙ্গে ৩৬ এবং ক্যারিবীয়দের বিপক্ষে ৪৯ রানে হারের পর পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটা তাই একটু বেশিই বাড়াবাড়ি। তবুও স্বপ্ন দেখতে তো দোষ নেই। জাহানারা আলমরাও তাই স্বপ্ন দেখাচ্ছেন।

টস জিতে ব্যাট করতে নামার পর এ রিপোর্ট লেখার সময় একটি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই আনাম আমিনের বলে স্ট্যাম্পিং হয়ে গেলেন বাংলাদেশ দলের ওপেনার সানজিদা ইসলাম। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান। উইকেটে রয়েছেন ফারজানা হক এবং শারমিন আখতার।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।