বিএনপির শ্রমিক-কর্মচারী কনভেনশন আজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শ্রমিক-কর্মচারী কনভেনশন।
মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএন্ডটি স্কুল পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় সকাল ১০টা থেকে এ কনভেনশন শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, মধ্য, বাম, ডান মিলে ১৫টি শ্রমিক সংগঠন এবং জাতীয়তাবাদী শ্রমিক দল যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করেছে।
এর আগে ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের বহিরাঙ্গন মাঠে এ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিয়েছিল দলটি। তবে একই দিন কাছাকাছি স্থানে অন্য একটি সংগঠনের সমাবেশ থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রমিক কনভেনশনের স্থান পরিবর্তন করে বিএনপি। তাই পরিবর্তিত স্থান অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে থেকে টিএনটি কলেজ পর্যন্ত (উত্তর পাশে) রাস্তায় এই শ্রমিক কনভেনশন করার সিদ্ধান্ত নেয় বিএনপি।
বিএনপির দাবি, বহুদিন পর এ শ্রমিক-কর্মচারী কনভেনশন বাংলাদেশে শ্রমিক অধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।
কেএইচ/এসটি/এএসএম