নারায়ণগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

আজ শনিবার নারায়ণগঞ্জে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে জেলা বিএনপির সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

খালেদা জিয়া তার বক্তৃতায় সাত খুনের ঘটনাকে কেন্দ্র করে সরকারের কঠোর সমালোচনা করবেন বলে আভাস দিয়েছেন বিএনপির নেতারা। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এ সমাবেশে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হবে।

তবে জনসভার স্থান নির্ধারণ নিয়ে তীব্র কোন্দল রয়েছে বিএনপিতে। এর আগে ২০১৩ সালের ১ মে কাঁচপুরে একই স্থানে শ্রমিক জনসভায় বক্তব্য রেখেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারায়ণগঞ্জ শহরের বাইরে এ সমাবেশকে জেলা বিএনপির নেতাদের ব্যর্থতা হিসেবে দেখছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।