গণতন্ত্র ফেরাতে জনগণকে রাস্তায় নামতেই হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের রাস্তায় নামতেই হবে। এছাড়া অন্যকোনো পথ নেই। এই সরকার খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছে না। খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র ফেরাতে চিকিৎসার জন্য জনগণকে রাস্তায় নামতেই হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী কাল লন্ডনে বসে খালেদার বয়স নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেছেন খালেদার বয়স ৮০ বছরের বেশি, বুড়ো হয়ে গেছে। এসব বন্ধ করুন। দেশনেত্রীর মুক্তি দিন।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন।
আরএ/এমআরএম/জিকেএস