ওয়েস্ট ইন্ডিজকে ১২৩ রানের লক্ষ্য দিলো প্রোটিয়ারা


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ মার্চ ২০১৬

নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে টস জিতে কেন ফিল্ডিং নিলেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি? প্রশ্নটার জবাব দিয়ে দিলো ক্যারিবীয় বোলাররা। টস হেরে ব্যাট করতে নেমে যে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর তাণ্ডব বইয়ে দিয়েছেন ক্যারিবীয় বোলাররা! রীতমত কোনঠাসা হতে হতে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ১২২ রানের চ্যালেঞ্জ তৈরী করতে সক্ষম হযেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিস গেইলদের জিততে হলে করতে হবে, ১২৩ রান। জিতলেই সোজা চলে যাবে সেমিফাইনালে।

শুরুতেই হাশিম আমলা দুর্ভাগ্যটা শুরু করে দেন রান আউট হয়ে। প্রথম ওভারেই কুইন্টন ডি ককের সঙ্গে দ্রুত রান নিতে গিয়ে রানআউটের খাড়ায় কাটা পড়তে হয়েছে আমলাকে। এরপর ডু প্লেসিসকে ফিরিয়ে দিলেন আন্দ্রে রাসেল, সুলেমান বেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করে। রিলে রুশো এসে দাঁড়াতেই পারেননি। ২ বল খেলে আউট হয়ে গেলেন কোন রান না করে। গেইলের বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে।

এবি ডি ভিলিয়ার্সের ওপর ভরসা ছিল অনেক। কিন্তু ১২ বল খেলে ১০ রান করে ডোয়াইন ব্র্যাভোর বলে বোল্ড হয়ে গেলেন তিনি। কিলার মিলার নামে পরিচিত ডেভিড মিলার এসেছিলেন আরও বড় প্রত্যাশা নিয়ে; কিন্তু বল খেলে ক্রিস গেইলের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তিনিও।

৪৭ রানে ৫ উইকেট পড়ার পর ডেভিড ওয়াইজকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলার চেষ্টা করছেন কুইন্টন ডি কক। দু’জন মিলে গড়েন ফেলেছে ৫০ রানের জুটি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৪৭ রান করেন কুইন্টন ডি কক। ২৬ বলে ২৮ রান করেন ডেভিড ওয়াইজ। ক্রিস মরিস অপরাজিত থাকেন ১৬ রানে।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।