ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৬ মার্চ ২০১৬

বরিশাল নগরীর খানসড়ক সংলগ্ন সিঅ্যান্ডবি রোড়ে ট্রাকের ধাক্কায় আটোরিকশার যাত্রী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এসময় স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিমা বেগম (২৮) নগরীর কিশোর মজলিস স্কুলের সহকারী শিক্ষিকা।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।