বহুদিন পর মহিলা সমিতিতে বিশ্ব নাট্য দিবস


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৭ মার্চ ২০১৬

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ১৯৬২ সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ২৭ মার্চ ‘বিশ্ব নাট্য দিবস’ পালিত হয়ে আসছে। বিশ্বের সকল নাট্যকর্মীদের মধ্যে একতা, সম্প্রীতি, উদ্দীপনা সৃষ্টি এবং এর মাধ্যমে নাটকের উন্নয়ন সাধন করার উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয়।

বিভিন্ন দেশে বিদ্যমান ইন্টারন্যাশন্যাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) স্থানীয় কেন্দ্রগুলো প্রধানত এই দিবস পালনে কর্মসূচি গ্রহণ করে। বাংলাদেশেও আইটিআই কেন্দ্রের উদ্যোগে ১৯৮০ সাল থেকে ‘বিশ্ব নাট্য দিবস’ পালিত হয়ে আসছে।

বিগগ কয়েক বছরে দেখা গেছে, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ পথনাটক পরিষদের উদ্যোগে বিশ্বনাট্য দিবস উদযাপন হয়। তবে দীর্ঘদিন পর বিশ্বনাট্য দিবসের এবারের আয়োজন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক নাট্যমঞ্চ নাটক পাড়াখ্যাত বেইলী রোডের মহিলা সমিতির মঞ্চে।  

এ আয়োজনে আজ রোববার বিকেল সাড়ে ৪টায় নাট্যকর্মীদের একটি আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহিলা সমিতিতে গিয়ে শেষ হবে। মহিলা সমিতি মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলনী। এরপর বিকেল সাড়ে ছয়টায় থাকবে আলোচনা ও বিশ্বনাট্য দিবসের আন্তর্জাতিক বাণী পাঠ।

এ বছর বিশ্বনাট্য দিবস বাংলাদেশের পক্ষ থেকে  সম্মাননা তুলে দেয়া হবে মঞ্চ সম্রাজ্ঞী ফেরদৌসি মজুমদারের হাতে। বিশ্ব নাট্য দিবসের এবারের বক্তা হিসেবে আলোচনা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি নাট্যজন লিয়াকত আলী লাকী। সবশেষে সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে মঞ্চকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ব নাট্য দিবসে বাংলাদেশ ও বিশ্বের সকল নাট্যকর্মীদের শুভেচ্ছা। নাটক হোক মানুষের প্রতিবাদ ও বিপ্লবের ভাষা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।