বোমা হামলার হুমকিতে দিল্লিগামী বিমানের যাত্রা বাতিল
নেপাল থেকে দিল্লিগামী বিমানে বোমা হামলার হুমকির পর জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার কাঠমান্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ার ওয়েজের অফিসে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে বোমা হামলার হুমকির পর ওই ফ্লাইট বাতিল করা হয়।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির পর সব আরোহীকে নামিয়ে ওই বিমানে তল্লাশি চালানো হয়েছে। তবে বিমান থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ত্রিভূবন বিমানবন্দর থেকে সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র দেবেন্দ্র কেসি বলেন, বিমানের সব যাত্রীকে নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। বোয়িং-৭৩৭ এর ওই বিমানে কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়া কর্মকর্তারা বিমানের আরোহীদের ব্যাগে তল্লাশি শুরু করেছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, জেট এয়ার ওয়েজের ওই বিমানটি রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ২০মিনিটে ত্রিভূবন বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল। পরে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কর্মকর্তা মেজর জেনারেল অষোক মেহতা ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। তিনি ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) বলেন, ফ্লাইট বিলম্বের ব্যাপারে আমাদের কোনো কিছুই জানানো হয়নি। বিমানে বোমা রাখা আছে বলে আমরা গুজব শুনেছি। কর্মকর্তারা বিমানটিতে তল্লাশি করছেন।
এসআইএস/পিআর