রাশিয়ার তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬
রোববার (২৫ জানুয়ারি) ফ্রান্সের মার্সেই-ফস বন্দরের কাছে নোঙর করা রাশিয়ার তেলবাহী নৌবহরের অন্তর্ভুক্ত বলে সন্দেহ করা জাহাজ ‘গ্রিঞ্চ’/ ছবি: এএফপি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার তেলবাহী সন্দেহে আটক করা জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে রোববার (২৫ জানুয়ারি) হেফাজতে নিয়েছে ফ্রান্স। কোনো পতাকা না উড়িয়েই চলাচল করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা।

৫৮ বছর বয়সী ওই অধিনায়ক ‘গ্রিঞ্চ’ নামের ট্যাংকারটির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফরাসি নৌবাহিনী ভূমধ্যসাগরে জাহাজটি জব্দ করে। বর্তমানে এটিকে দক্ষিণ ফ্রান্সে মার্সেইয়ের কাছের একটি বন্দরে কড়া পাহারায় নোঙর করে রাখা হয়েছে।

জানা গেছে, তেল ট্যাংকারটি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়। ফ্রান্সের আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার (প্রশাসনিক এলাকা বা অঞ্চল) শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ফরাসি নৌবাহিনী জাহাজটিকে দক্ষিণ ফ্রান্সের গালফ অব ফস এলাকায় নিয়ে আসে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশের পতাকা না ওড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসেবে জাহাজটি মার্সেইয়ের সরকারি কৌঁসুলির অধীনে রাখা হবে। তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জাহাজটির বাকি নাবিকদেরও সবাই ভারতীয়। তারা এখনো জাহাজেই অবস্থান করছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রীর পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) সকালে ট্যাংকারটি মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার দূরে নোঙর করা অবস্থায় ছিল। কাছেই অবস্থান করছিল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ও আধাসামরিক পুলিশ বাহিনী জেনদারমেরির দুটি টহল নৌযান।

সামুদ্রিক প্রিফেকচার জানায়, নোঙর করা স্থানটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘ছায়া বহরের’ অংশ বলে সন্দেহ করা এমন মোট ৫৯৮টি জাহাজ রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ফ্রান্স ‘বরাকাই’ নামে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি জাহাজ আটক করে। জাহাজটির ক্রুরা সেটিকে বেনিনের পতাকাবাহী বলে দাবি করেছিলেন। আর ওই পদক্ষেপকে ‘ডাকাতি’ বলে নিন্দা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘বরাকাই’ জাহাজটির চীনা ক্যাপ্টেনের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে ফ্রান্সে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।