মনোনয়ন জমা দিলেন সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিন আসন থেকে নেওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা-১০, মাগুরা-১ ও ২।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন তিনি।
আরও পড়ুন: তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
এর আগে শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিন বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফরমপ্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। আজ মনোনয়ন কেনা ও জমা দেওয়ার শেষ দিন।
এসইউজে/বিএ/জেআইএম